ঘরোয়া পদ্ধতিতে কানের ভেতর থেকে আটকে যাওয়া পানি যেভাবে বের করবেনঃ
♦লম্বা করে শ্বাস নিন। দুই আঙুল দিয়ে নাকের ফুটো বন্ধ করে দিন। এবার বন্ধ নাক দিয়েই নিঃশ্বাস ফেলার চেষ্টা করুন। কয়েকবার এভাবে করলে কান থেকে পানি বেরিয়ে আসবে
♦চুইংগাম চিবান, এতে কানে চাপ পড়ে পানি বের হয়ে যায়
♦যে কানে পানি ঢুকেছে, সেই দিকে মাথাটি কাত করুন। তারপর হাতের তালু রাখুন কানের ওপরে এবং চাপ দিন। চাপ দিয়েই হাতটি সরিয়ে নিন। এভাবেও পানি বের হবে
♦আঙুল বা অন্য কিছু কানের ভেতরে দেয়া যাবে না
♦১০-১২ ইঞ্চি দূরে রেখে হেয়ার ড্রায়ার একদম লো’তে ড্রায়ার সেট করে কানের দিকে তাপ দিতে পারেন
♦কাত হয়ে শুয়ে থাকলেও কানের পানি বের হয়ে যায়।
♦এসব করেও যদি কানের ভেতরে পানি থেকে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
মোঃ আবদুর রহমান ফাহাদ।।
জুুনিয়র মেডিসিন কনসাালটেন্ট ।।
12 comments